অনলাইন ডেস্ক :

পা হড়কালেই বিদায়। নক আউট পর্বের সমীকরণটাই এমন। আর ম্যাচটা যদি ফ্রান্সের মতো দলের বিপক্ষে বিপক্ষে তাহলে তো বিদায়ের প্রাক-প্রস্তুতিটাও সেরে রাখতে হয়। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি কোনো সম্ভাবনাকেই বাদ রাখছেন না। ফরাসিদের বিপক্ষে নক আউট পর্বে নামার আগে টাইব্রেকারের প্রস্তুতিও সেরে রাখল আলবিসেলেস্তারা।

বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলনের অনেকটা সময়ই টাইব্রেকার নিয়ে কাজ করেছেন ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবাল্লেরো ও সেহুয়েল গুজম্যান। গোলরক্ষকদের স্পট কিক অনুশীলন করাতে বেশ কয়েকজন তরুণ ফুটবলার নিয়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, দলের তিন গোলরক্ষককে নিয়ে টাইব্রেকার অনুশীলন করাচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। তরুণ ফুটবলারদের অনেকগুলো শট আটকে দেন গোলরক্ষকরা। ফ্রান্স ম্যাচকে সামনে রেখে ডিফেন্স নিয়েও কাজ করছে আর্জেন্টিনা। আগুয়েরো-মারিয়াদের সামনে অনেকক্ষণ ঘাম ঝড়িয়েছেন মাশ্চেরানো, ওতোমেন্ডিরা।

শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। ফরাসিদের বিপক্ষে ম্যাচটা দারুণ কঠিন হতে যাচ্ছে মেসিদের জন্য। আতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও অলিভের জিরুদদের নিয়ে ফরাসি দলটি এবারের আসরে অন্যতম সেরা বলে বিবেচিত হচ্ছে।

আর্জেন্টিনা এবারের আসরে আহমরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নিস্প্রাণ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে দ্বিতীয় পর্বে উঠে আসেন মেসিরা।