দর্পণ ডেস্ক : আবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন টানা দুই বছরের বেশি সময় পর এরিক লামেলা। আগামী ১৬ এবং ২০ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা হবে। সেই ম্যাচ এর জন্য আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ স্কালোনি ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন।
এখন টটেনহ্যাম হটস্পারের হয়ে ভালো এক সময় পার করছেন এই মিড্ ফরোয়ার্ডার। টটেনহ্যামের হয়ে সর্বশেষ ১০ ম্যাচে ৫ গোল করায় লামেলা ২০১৬ সালের পর আবার দলে ফিরেছেন। দলে নতুন মুখ ম্যাথিউস জারাসিও। এছাড়া আর্জেন্টিনার দলে আছেন দুই ইন্টার মিলান তারকা মাউরো ইর্কাদি ও মার্টিনেজ। মেসি এখনও আর্জেন্টিনা দলে ফেরার কথা জানাননি।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার আক্রমণে থাকবেন দিবালা-ইর্কাদি, গিওভান্নি সিমিওনে-অ্যাঞ্জেল কোরেইরারা। এছাড়া আর্জেন্টিনার দলে ফিরেছেন ক্লাব আমেরিকার গোলরক্ষক আগুস্টিন মারসেচইন এবং জেনিতে খেলা ডিফেন্ডার ইমানুয়েল মামমানা।