বিশ্বকাপের জার্সিতে মেসি

অবশ্য আর্জেন্টিনার জার্সিটি প্রকাশিত হয়েছিল আরো কয়েকদিন আগেই। সবার আগে জার্সির গোপনীয় ডিজাইন প্রকাশ করা নিয়ে ফুটবল পরিমণ্ডলে খ্যাতি আছে ফুটি হেডলাইন্সের। জার্সির ছবি ফাঁস করেছিল সেই ওয়েবসাইটই।

এরপর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে ফ্রি ল্যান্সার রয় নেমার প্রকাশ করেন জার্সিটি। সে সময় গুঞ্জন ছিল, আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি হবে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে।

আনুষ্ঠানিক উন্মোচনের পর দেখা গেছে সেই গুঞ্জনই সত্যি হলো। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। অন্তত গলার কাটের দিক থেকে তো বটেই।

বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস শুক্রবার জার্সিটির ডিজাইন প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে কালো বর্ডারের সঙ্গে চিরাচরিত আকাশী নীলে সাজানো হয়েছে আর্জেন্টিনার এই জার্সি।

২০১৪ বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেয়া জার্সি ছিল আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। মিল আছে কলারেও।

তবে সেই জার্সির সঙ্গে এবারের ডিজাইনের বড় পার্থক্যটা হচ্ছে জার্সির মধ্যভাগ। সেবার জার্সিতে আকাশী আর সাদার স্ট্রাইপ ছিল ধারাবাহিক, তবে এবার জার্সির পেছনের দিকে মাঝামাঝি অবস্থানে আকাশী-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে।