অনলাইন ডেস্ক : বর্তমানে পুরো বিশ্ব ফুটবল জ্বরে কাঁপছে। প্রতিটি মানুষের হৃদয়ে ফুটবলের ঢেউ অবলীলায় স্পর্শ করছে। বিশ্বকাপ চলাকালীন ফুটবল নিয়ে ভাবছে না এমন মানুষের সংখ্যা বিরল।
প্রত্যেকেই যে যার জায়গা থেকে প্রিয় দলের জন্য জানাচ্ছেন শুভকামনা। প্রিয় দল ঘিরে আরাধনাও করছে ঠিকঠাক।
এর বাইরে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দল নিয়ে প্রত্যাশার পারদ জ্বলে উঠছে তাদের হৃদয়ে।
তেমনি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিশ্বকাপে তার প্রিয় দল নিয়ে আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমি বাঁচলেও আর্জেন্টিনা মরলেও আর্জেন্টিনা। মাসচারানো ও মেসিকে আমার খুব ভালো লাগে। মেসিকে দেখলে আমার ভেতরে রেসপেক্ট কাজ করে। ছোটবেলা আব্বু আমাকে জার্সি পরিয়ে বলতো আর্জেন্টিনা গোল দিয়েছে চিল্লাও চিল্লাও। তখন তো আমি খেলা বুঝতাম না। ওই অবুঝ অবস্থায় থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্টার’।
মাহি আরও বলেন, ‘হার জিত পরের বিষয়, আমি চাই আর্জেন্টিনা ভালো খেলুক। আমার প্রত্যাশা আজকের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয়ী হবে আমার প্রিয় দল। শুধু তাই নয় আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা ফাইনাল খেলুক’।