অনলাইন ডেস্ক : ইউয়েফা ইউরোপা লীগের ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল চলতি আসরের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব আর্সেনালকে ১-০ গোলে হারায় তারা। প্রথম ১-১ গোলে ড্র থাকায় দুই লেগ মিলিয়ে ২-১ অ্যাগ্রিগেটে আসরের ফাইনাল নিশ্চিত করে দিয়েগো সিমিওনের দল। অন্যদিকে আর্সেনালের হয়ে ২২ বছরের কোচিং ক্যারিয়ারে একবারের জন্যেও ইউরোপা লীগের শিরোপা ছুঁয়ে দেখা হলোনা কোচ আর্সেন ওয়েঙ্গারের। এদিন নিজ মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময়ে আন্তোইন গ্রিজমানের পাসে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান বংশদ্ভোত স্প্যানিয়ার্ড স্ট্রাইকার দিয়াগো কস্তা। এদিন অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ের গড়ানো ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সলসবুর্গকে ২-১ গোলে হারায় ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই।
প্রথম লেগে ১-১ গোলে ড্র থাকার পরে দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে আসরের ফাইনালের টিকিট কাটে মার্সেই। আগামী ১৬ই মে লিঁওতে ইউরোপা লীগের ফাইনালে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অলিম্পিক মার্সেই।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.