মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে আলমডাঙ্গার জামজামি বাজারের মাংস ব্যবসায়ী আবুল কাশেমকে (৪৭) দুমাসের বিনাশ্রম কারাদন্ড ও তার সহকারি মোহাম্মদ ঝন্টুকে (৩০) দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলী শনিবার রাত আটটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী জানান, জামজামি গ্রামের আলিমউদ্দিন মন্ডলের ছেলে গরুর মাংস ব্যবসায়ী আবুল কাশেম ও তার সহযোগি মোহাম্মদ ঝন্টু শনিবার দুপুরে জামজামি বাজার থেকে গরুর মাংস বিক্রি করে। ক্রেতারা মাংস কেনার পর বাড়িতে নিয়ে মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে অভিযুক্ত আবুল কাশেম ও মোহাম্মদ ঝন্টুকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকার করে। অতপর রাতে ভ্রাম্যমান আদালতে সাক্ষ্যপ্রমাণ নিয়ে মাংস ব্যবসায়ী আবুল কাশেমকে দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও তার সহযোগি মোহাম্মদ ঝন্টুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।