অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের টাইব্রেকার অভিশাপটা শেষ পর্যন্ত মোচন হলো। এর আগে বিশ্ব আসরে তারা কখনো টাইব্রেকার থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। ফিফার বড় আসরে এর আগে ছয়বার টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে। এছাড়া ১২ বছর পরে বিশ্বকাপ আসরে শেষ আটে উঠল দেশটি। এর আগে ২০০৬ সালে শেষ আটে উঠেছিল ইংলিশরা। শুধু কি তাই ১৯৬৬ সালের পরে ইংল্যান্ড ফুটবলের বড় কোন আসরে সপ্তমবারের মতো শেষ আটে ওঠার কৃতিত্ব এটি।

এবারও টাইব্রেকার হেরে আগের মতো বিদায় নেওয়ার আভাস অবশ্য দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু প্রথম ইংল্যান্ডের শট ফিরিয়েও নায়ক হতে পারলেন না কলম্বিয়া গোলরক্ষক অসপিনা। শেষ দুই শটের একটি বাইরে মেরে এবং একটি ইংলিশ গোলরক্ষক সেভ করে নায়ক বনে গেছেন তিনি। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বিশ্বআসরে ১৯৯০, ১৯৯৮ এবং ২০০৬ সালের পর টাইব্রেকার হারার রেকর্ডের পাশে ২০১৮ সালের নাম বসতে দিলেন না। এছাড়া ইউরোতে ১৯৯৬, ২০০৪ এবং ২০১২ সালের টাইব্রেকার হারের আঁচড় থেকেও বাঁচালেন তাদের ২০১৮ বিশ্বকাপ স্বপ্নকে।

ম্যাচটি অবশ্য হ্যারি কেন ময় হতে পারতো। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। কিন্তু ডিফেন্ডার থেকে কলম্বিয়ার গোল মেশিন বনে যাওয়া ইয়েরি মিনা তা হতে দিলেন না। পরপর তিন ম্যাচে গোল করে ত্রাতা বনে যান বার্সেলোনা ডিফেন্ডার মিনা। ম্যাচের ৯৪ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে হেড করে ১-১ গোলের সমতায় নিয়ে যান তিনি। এরপর দুই অর্ধে ৩০মিনিটেও আর গোল করতে পারেনি কোন দল। ইংলিশরা অবশ্য ভালো কিছু আক্রমণ করেছিল তবে তাতে লাভ হয়নি।

এরপর নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে দু’দলই প্রথম দুটি শট জালে রাখে। এরপর তৃতীয় শটটি কলম্বিয়া জালে জড়িয়ে দিলেও মিস করে ইংল্যান্ড। কিন্তু এর পরের দুই শট মিস করে বসেন কলম্বিয়ান ফুটবলারা। আর চতুর্থ ও পঞ্চম শট জালে জড়িয়ে জয়ের উল্লাস করে ইংল্যান্ড।

কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে ওঠা ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হবে। ম্যাচটি ৭ জুলাই রাশিয়ার সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।