কাতালোনিয়ার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া-ইআরসির আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ব্রাসেলসের কনফারেন্সে বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নেবে।

অনুষ্ঠিতব্য কনফারেন্সে যোগ দিতে বার্সেলোনা থেকে ইতিমধ্যে অফিসিয়ালভাবে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশি এ প্রতিনিধিদল।

১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘ইমিগ্রেশন অ্যান্ড ডাইভার্সিটি: দ্য কাতালান প্রপোজাল’ শীর্ষক কনফারেন্সে যোগ দেবেন বাংলাদেশ প্রতিনিধি হিসেবে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম সদস্য এবং জাগোনিউজের স্পেন প্রতিনিধি সাংবাদিক মিরন নাজমুল, এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়ার বাংলাদেশবিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ সোহাগ, ইআরসি সদস্য এবং বাংলাদেশ সমিতির প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেসা।

এ ছাড়া এ প্রতিনিধিদলটি লাক্সামবার্গে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারিয়ানদের সঙ্গে একটি কনফারেন্সেও যোগ দেবে।