আলিম সোহেল, সাভার : চিকিৎসা সেবায় সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে একঝাক দক্ষ ও নিখুঁত কর্মী সমন্নয়ে আলোর বর্তিকা নিয়ে এসেছে ইবনে সিনা সাভার বাসির জন্য।আপোসহীন মান সব পরীক্ষা ২৫শতাংশ কম দামে তৃনমুল মানুষের সেবায় এগিয়ে এসেছে ইবনে সিনা।সাভারে যত্র-তত্র ডায়াগনোস্টিক সেন্টার আর ভুলে ভরা রিপোর্ট ও গলাকাটা দামের ভীড়ে সঠিক মান ও কমদামে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ইবনে সিনার যাত্রা শুরু হয়েছে।
প্রশিক্ষিত ডাক্তারদের পরামর্শ সেবা তো রয়েছেই সাথে ডায়াগনোস্টিক সার্ভিস,প্যাকেজ রেটে হেলথ চেক-আপ ও বিশেষায়িত অন্যান্য সেবা দিয়ে সাভারবাসিকে উন্নত চিকিৎসা সুবিধা দিতে বদ্ধ পরিকর ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টার।বাড়ি নং -বি৩১/৬জালেশ্বর আরিচা রোড, সাভার, ঢাকা-১৩৪০ এই ঠিকানায় একঝাক সুদক্ষ ডাক্তার ও কর্মী নিয়ে যাত্রা শুরু করেছে ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টার।