ইবিতে লোক প্রশাসন দিবস উদযাপন

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন দিবস-২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে লোক প্রশাসন বিভাগ।

‘দুর্নীতিমুক্ত আইনের শাসন, প্রতিষ্ঠা করবে লোক প্রশাসন’ এ প্রতিপাদ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বিভাগ সম্পর্কে ডকুমেন্টারি প্রদর্শনসহ, লোক প্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত ইনডোর গেমসের বিজয়ী ও বিভাগের সর্বোচ্চ ফলধারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এর আগে দিবসটি উপলক্ষে পিঠা উৎসব, পরিচ্ছন্নতা অভিযান, দেয়ালিকা উন্মোচন ও ইনডোর গেমসের আয়োজন করে বিভাগটি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম