দর্পণ ডেস্ক : রাজধানীর ইব্রাহিমপুরে শাহজাহান রুবেল (৪৩) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গেলো বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করে।
শাহজাহান রুবেল লক্ষীপুর রামগঞ্জ উপজেলায় দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত মহিবুল্লাহ সন্তান। দুই সন্তান ও স্ত্রী রুবি আক্তার নিয়ে ইব্রাহিমপুর এলাকায় থাকতেন।
রুবেলের ছোট ভাই মেহেদি হাসান জানান, তার ভাই পেশায় ব্যবসায়ী। ইব্রাহিমপুরে তামান্না কমপ্লেক্স মার্কেটের নিচে রাহি পারটেক্স নামে একটি দোকানের মালিক ছিলেন নিহত রুবেল। গত বুধবার দোকান বন্ধ করে গেদু মোল্লা রোড এলাকায় একটি মুদি দোকান থেকে দুধ কিনে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয় রুবেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তার ভাই পুলিশকে কিছুই জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার বিষয়টি কাফরুল থানাকে অবগত করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.