ইরানে করোনাভাইরাসে আরও দুই জনের মৃত্যু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ইরানে দুই জনের মৃত্যুর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ইরানে এ ভাইরাসে চার জনের মৃত্যু হলো। এছাড়াও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১৪ জন। চীনের বাইরে সর্বোচ্চ চারজনের মৃত্যু হলো ইরানে।

এর আগে, গত বুধবার দুই জনের মৃত্যুর খবর জানায় ইরানি স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৮টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২৩ জনে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন