দর্পণ ডেস্ক : ইরানে ২৬ বিদেশি নাগরিককে সোমবার গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে একটি শিয়া মাজারে রক্তক্ষয়ী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর এএফপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, শিরাজে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আজারবাইজান, তাজিকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। ফার্স, তেহরান, আলবোর্জ, কারমান, কোম ও রাজাভি খোরাসান প্রদেশের পাশাপাশি দেশটির পূর্ব সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যে ব্যক্তি হামলা চালিয়েছিল, তাকে চিহ্নিত করা গেছে। তার নাম সোবহান কমরউনি। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করার পর তিনি মারা যান। তিনি আবু আয়েশা নামে পরিচিত।