দর্পণ প্রতিদিন : কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর পেটে বিপুল পরিমাণ ইয়াবার পোটলার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। যাত্রীরা হলেন- শফিকুল ইসলাম (২৩) এবং মো. নাহিদ হোসেন (২৫)।মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সেগুলো বের করার প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। তাদের আটকে দেহ তল্লাশি করা হলে কোনো ইয়াবা পাওয়া যায়নি। তাদের কাছে ইয়াবা আছে কি না জানতে চাইলে তারা তা অস্বীকার করে।
পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবাভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়।
তাদের কলা, রুটি, জুস খাওয়ানোর পর মধ্যরাতে ইয়াবা উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে। তাদের পেটে থাকা প্রতিটি পোটলায় ৪২-৪৪টি করে ইয়াবা রয়েছে।
তিনি আরও জানান, এই দুই যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-বি নম্বর সিটে ঢাকায় আসে। উভয়ই নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে থাকেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।