দর্পণ ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের কিছুক্ষন পরেই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর লুঝিনিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
ইতিমধ্যে বিখ্যাত জ্যোতিশ উট শাহীন ও বাঘ ভবিষ্যদ্বাণী করেছে জিতবে ক্রোয়েশিয়া। আগের মতো আজকেও উটের ভবিষ্যদ্বাণী বাস্তবে পরিণত হবে বলে অনেকের দৃঢ় বিশ্বাস।
জ্যোতিষী: রাশিয়ার এক চিড়িয়াখানায় দুই দেশের পতাকা দিয়ে বানানো হয়েছিল দু’টো বাক্স। ইংল্যান্ডকে ছেড়ে ক্রোয়েশিয়ার বাক্স ধরে বাঘের ভবিষ্যদ্বাণী, সেমিফাইনালে জিতবেন লুকা মদ্রিচরাই। ছবি: রয়টার্স
এরআগে গত ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স জিতবে বলে বলেছিল শাহীন। এবং তাই হয়েছে।
এমনকি নাইজেরিয়া-আর্জেন্টিনা ও ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচে উট শাহীনের কথা ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল।
তাছাড়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বেলজিয়াম হারাবে ভবিষ্যদ্বাণী করেছিল উট ‘শাহীন। তাও সত্য হয়েছিল।