নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ বলেন, উদ্ভাবন ও উন্নয়ন একে অপরের সম্পূরক। উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নকে এগিয়ে নেয়া সম্ভব। পৃথিবী এগিয়ে যাচ্ছে। তাই সেবার জন্য কাজগুলো আরো সহজ ও দ্রুততার সাথে করতে হবে। মানুষকে সেবার মাধ্যমগুলো জানাতে হবে। বর্তমান সময়ের উন্নয়নের সবকিছুই সম্ভব হয়েছে মানুষের উদ্ভাবনী শক্তি থেকে। নৌপরিবহন সেক্টরসহ সকল সেক্টরে উদ্ভাবনী কাজের সুযোগ রয়েছে। আরো বেশি বেশি উদ্ভাবনী কার্যক্রম সৃষ্টি করতে হবে।
আজ ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও দপ্তর কর্তৃক উদ্ভাবিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং কর্মশালা ২০১৯’ এর সমাপনী অনুষ্ঠানে নৌপরিবহন সচিব এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, মোংলা বন্দর কর্র্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ‘ভারতীয় গাড়িচালকদের বারকোড (নধৎপড়ফব) সংবলিত তাৎক্ষণিক ফটো ক্যাপ্চার (চযড়ঃড় পধঢ়ঃঁৎব) সহ নিরাপত্তা পাস প্রদান এবং আমদানিকারকের নিকট তাৎক্ষণিক অটো ম্যাসেজ/ই-মেইলে পণ্য ও ওজনের তথ্য প্রেরণ’; বাংলাদেশ মেরিন একাডেমি ‘ভর্তি পরীক্ষা সহজীকরণ’; নৌপরিবহন অধিদপ্তর ‘সিওসি সনদ প্রদান প্রক্রিয়া সহজীকরণ’; মোংলা বন্দর কর্তৃপক্ষ ‘কম খরচে জেটির সম্মুখভাগের মাটির ভাঙনরোধ’; বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ‘জাহাজে স্টোর ব্যবস্থাপনা ও মেরামত সংক্রান্ত সেবা সহজীকরণ’; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ‘অটো টাইড গেজ ডাটা অনলাইনে প্রদর্শন’; ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ‘স্বয়ংক্রিয় পদ্ধতিতে ঘণ্টা বাজানো এবং ঘগও অঢ়ঢ়ং’; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘নদী বন্দরগুলোতে হটলাইন সেবা চালুকরণ’ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ‘ডিজিটাল টিকেটিং পদ্ধতিতে যাত্রী ও যানবাহন পারাপার’ বিষয়ক উদ্ভাবনী উদ্যোগ শোকেসিং করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নৌপরিবহন অধিদফতর এই ‘ইনোভেশন শোকেসিং’ কর্মশালার আয়োজন করে। নৌপরিবহন সচিব ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের নয়টি ইনোভেশন শোকেসিং’ ঘুরে দেখেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.