— মোঃ ফিরোজ খান

সবকিছুরই শক্তি আছে সৃষ্টিময় জগতের মাঝে
মানুষ জাতির শক্তি আশে শিক্ষা অর্জনের সাথে
জীবনের জন্য সবই প্রয়োজন বাঁচতে পৃথিবীতে
সুন্দর জীবন গঠন করতে হয় শিক্ষার আলোতে।

মানবজাতি সৃষ্টির বাতি ভূবনে ছড়ায় আলো
সেই আলোতেই ফুটে ওঠে মানুব জীবন ভালো
একজন মানুষের আসল রূপ তখনই হয় গঠন
যখনই মানব করে অর্জন শিক্ষা জ্ঞানের আলো।

সবকিছুই ফুলের মতো ফুটে ওঠে মানব জীবনে
যখনই পারে গড়তে জীবন সঠিক শিক্ষার মাঝে
একজন মানুষ হয় তখনই অনেক জনের জ্ঞান
আশে যখনশিক্ষার শক্তি কলমই তার প্রমাণ।

চিন্তাভাবনা করে যদি একটু সময় নেই সবাই
সকলেই বুঝতে পারবে কলমের শক্তি আসল
অস্ত্রের চেয়েও ধাঁরালো অনেক লেখার কলমে
সবকিছুর চেয়ে শক্তি বেশি কলমের কালিরমধ্যে।