-এ বি সানোয়ার হোসেন
একটা জীবন জুড়ে কতটা ব্যাথা ;
কতটা কষ্টের বাস; দিবে আর কতটা মিথ্যে অভিশাপ!
কতটা আঘাত আমায় জুড়ে ; তুমি হেঁসে ফিরবে
তোমার নব সুখের রাজ্য পানে !
কতটা প্রলয় আমার হলে; তোমার কালো আকাশ জুড়ে নামবে কারফিউ –
রাজবন্দীরা মুক্ত হয়ে ফিরবে কোন সন্ধ্যা ঘরে।
তোমার সুখের আকাশ জুড়ে যদি কোন ফানুস উড়ে-
মমেলা সে আগুন দিয়ে আমি পুড়ব লক্ষ বার!
নিভে যাওয়া শহরের সোডিয়াম বাতি হয়ে জ্বালব –
যদি কোন রাতে মুখের কুন্তল তুলে আদল দেখ একবার!
শীতের চোখে অশ্রু জমা –
শিশির হয়ে ছোব তোমার শাড়ির আঁচল;ভিজাব তোমার চন্দ্র ওষ্ঠ ধার।
তোমার আঁচল আমায় জড়ায়;নির্ঘুম আমার হাজার রাত-
অন্য কোন উষ্ণ বুকে তোমার চোখের নিদ্রা টানে!
চারিদিকে তবু মৃত্যুর ডাক শুনি; বসন্ত লুকায় ঝরা সবুজ পাতার শিমুল ডালে!
পদ্মা লোচন ঐ নয়না কার কাজলে নিত্য সাজে-
কারবা হাতের লাল ফিতে’তে তোমার চুলের নকশা বাঁধে!
আমার আর কতটা রক্ত ঝরলে পড়ে -?
নব’বধূর কোমল পায়ের আলতা হবে!
এক জনমে কতটা কষ্ট দিত চাও তুমি ;
আর কতটা কান্না পেলে –
কতটা বিষ আমি করলে পান –
তুমি তোমার নীল সেই আকাশ ছুঁবে !