নিউমার্কেট-গাউসিয়া ফুটওভার ব্রিজ পরিদর্শন করেন মেয়র তাপস

বুধবার দুপুরে নিউমার্কেট-গাউসিয়া ফুটওভার ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, এডিস মশার প্রজনন এবং বিস্তারের এটা ভরা মৌসুম। এজন্য আগেভাগে আমরা নিয়ন্ত্রণ কক্ষ খুলেছি। সেখান থেকে সরাসরি তদারকি করছি। যে জায়গায় এডিস মশার প্রজননস্থল সম্পর্কে তথ্য পাচ্ছি; সেসব স্থানে গিয়ে উৎসস্থলগুলো ধ্বংস করা হচ্ছে।

এর আগে, শেখ হাসিনা বার্ন ইউনিট সংলগ্ন রাস্তা পরিদর্শন, বকশীবাজার জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র।

যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।