মুক্তিযুদ্ধভিত্তিক নতুন সিনেমা ‘ওরা ৭ জন’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

নির্মাতা খিজির হায়াত খান বলেন, আমাদের সিনেমা ‘ওরা ৭ জন’ বাংলাদেশ ফিল্ম সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর পেয়েছে। আসন্ন বিজয়ের মাসে সিনেমাটি দেশব্যাপী মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে। নভেম্বরে সিনেমাটির ট্রেলার আসবে। এর আগে ধীরে ধীরে আসবে টিজার ও গান।

জানা গেছে, টানা ৪০ দিন শুটিংয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর কাজ শেষহয়েছে গত ডিসেম্বরেই। শুটিং হয়েছে সিলেটের জৈন্তাপুরে।

মুক্তিযুদ্ধভিত্তিক ‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাকিয়া বারী মম।

মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে সাড়া ফেলেন।