এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। ২৬ জুলাই (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমদ একাডেমিক ভবনের ৪০৬ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে ১০টায় পর্যন্ত হবে এই পরীক্ষা।
জানা যায়, গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আলোচনায় আসেন বেলায়েত। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ, মিডিয়াতে আসেন তার ৫৫ বছর বয়সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি।
বেলায়েতে মুঠোফোনে জানান, ১৯৮৩ সালে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু বাবা গুরুতর অসুস্থ হলে সংসারের হাল ধরতে হয় তাকে। জীবনের তাগিদে ছাড়েন পড়াশোনা। পরে তার ৫০ বছর বয়সে ২০১৭ সালে নবম শ্রেণিতে ভর্তি হন। ২০১৯ সালে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেন এবং জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হন। ২০২২ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হন।
বেলায়েত হোসেন বলেন, সংসারের হাল ধরতে গিয়ে নিজে পড়াশোনা করতে পারিনি। চেয়েছিলাম ভাইদের লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করব। কিন্তু সেটাও পারিনি। এরপর নিজের সন্তানদের পড়াতে চেয়েছিলাম। সেটাতেও ব্যর্থ। বড় ছেলে অনার্সে দুই সেমিস্টারের পর আর পড়েনি। মেয়েটা মেধাবী ছিল। ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াব। কিন্তু সেটাও পারিনি। পরে নিজের ক্ষোভ থেকেই আমি পড়ালেখা শুরু করি।
রাবিতে পরীক্ষার প্রস্তুতির বিষয়ে বেলায়েত বলেন, টানা ১৭ দিন অসুস্থ ছিলাম। এখন কিছুটা লেখাপড়া করেছি। এই বয়সে পরীক্ষায় বসা সাগর পাড়ি দেওয়ার মতো। এই শরীর নিয়েও রাবিতে পরীক্ষা দিতে যাব। নিজের সর্বোচ্চটা দিয়ে স্বপ্নটা যেন পূরণ করতে পারি।
তিনি আরো বলেন, সংসার পরিচালনা এবং কাজ করেও যে লেখাপড়া করা যায়, সেটা বর্তমান প্রজন্মকে দেখাতে চাই। সুশিক্ষায় শিক্ষিত হতে চাই। দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে চাই।