মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কারকৃত ৪নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- সংগৃহীত

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কারকৃত ৪নং সংসদ সদস্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় স্পিকার সংস্কারকৃত ৪নং সংসদ সদস্য ভবন উদ্বোধন করেন এবং সংস্কারকৃত ভবনটি পরিদর্শন করেন। এছাড়া তিনি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে প্রতীকী চাবি হস্তান্তর করেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন- উম্মে কুলসুম স্মৃতি এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শওকত হাচানুর রহমান রিমন এমপি। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

স্পিকার জাতীয় সংসদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ তত্ত্বাবধানের জন্য চিফ হুইপ এবং হুইপ ইকবালুর রহিমকে ধন্যবাদ প্রদান করেন। এছাড়া তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।