দর্পণ রিপোর্ট: করোনাভাইরাস এর জন্য সমগ্র দেশব্যাপি যে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে তাতে সরাসরি ক্ষতিগ্রস্থ বিজ্ঞাপন এজেন্সিগুলো, পত্রিকাসহ অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করাই এজেন্সীগুলোর একমাত্র কাজ। বর্তমার প্রেক্ষাপটে বিজ্ঞাপন নাই, আয় নাই। তাই এ বিবেচনায় বিশেষ প্রণোদনার জন্য অনুরোধ করে এ্যাডভারটাইজিং এজেন্সী ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি হাসান মাহমুদ মোক্তার ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের স্বাক্ষরযুক্ত আবেদন সাংগঠনিক সম্পাদক বিপ্লব আহম্মেদ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে গত ৭ মে দুপুরে জমা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।