দর্পণ ডেস্ক : তারা দুজন ছোটবেলার বন্ধু। পারিবারিকভাবেও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তারপরও কেন এমন আচরণ? তবে কি বন্ধুত্বটা আর নেই তাদের মধ্যে— প্রশ্ন নেটিজেনদের। যদিও কিছুদিন আগে অনন্যা জানিয়েছিল আরিয়ানের ওপর তার ‘গোপন অনুরাগ’ কাজ করে।
বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, অনন্যাকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন আরিয়ান। একটিবারের জন্যও তাকাচ্ছেন না তার দিকে। পাপারাজ্জির ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি মুহূর্তেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। আরিয়ানের আচরণে বিস্মিত হন অনেকেই। প্রশ্ন তোলেন, এভাবে ছেলেবেলার বন্ধুকে কি কেউ এড়িয়ে যায়? অনেকেই ভাবছেন, দুজনার মধ্যকার সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই।
ঘটনার সূত্রপাত, মাধুরী দীক্ষিতের নতুন সিনেমা ‘মাজা মা’-এর বিশেষ প্রদর্শনীতে। সিনেমাটি দেখতে সেখানে গিয়েছিলেন সহোদর আরিয়ান ও সুহানা। ওই অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত ছিলেন অনন্যা। আরিয়ান অনন্যার একদম কাছে দিয়ে হেঁটে গেলেও তার দিকে তাকাননি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার হতেই বিষয়টি নেটিজেনদের নজরে আসে। অনেকেই কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া দেখান।
একজন লেখেন, ‘সে (আরিয়ান) তাকে (অনন্যা) এড়িয়ে গেছে।’ আরেকজন লেখন, ‘সে তাকে দেখেইনি। বরং অন্যদিকে তাকাচ্ছিল।’
সম্প্রতি ‘কফি উইথ করণ’ (সিজন ৭) শোতে উপস্থিত হয়ে অনন্যা জানান, আরিয়ান তার গোপন ক্রাশ। কিন্তু তাদের মধ্যে কিছুই ঘটেনি। করণ জিজ্ঞেস করেন, কেন ঘটেনি? উত্তরে ‘লাইগার’ নায়িকা বলেন, আরিয়ানকেই জিজ্ঞেস করুন। সূত্র : পিঙ্কভিলা

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.