বইমেলা আসলে বন্ধুবান্ধব, ছোটো ভাই, বড় ভাই সবার নিউজফিড দুই তিনবার কইরা সফর করি। সবার বইয়ের কভার দেখি, মেলার ছবি দেখি, ভিডিও রিপোর্ট দেখি ‘মেলার মাঠ থেকে বলছি শিমুল সালাহউদ্দিন’!
এ ওরে ছোট করার-বড় করার যুদ্ধ দেখি।
মেলার গন্ধ লই।
কখনো কি ভাবছিলাম একদিন এইভাবে পরের নাকে গন্ধ নিতে হবে? এতো ব্যস্ততা কি আমি চাইছিলাম? নাকি চাইছিলামই আসলে?
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন