এ ওরে ছোট করার-বড় করার যুদ্ধ দেখি

বইমেলা আসলে বন্ধুবান্ধব, ছোটো ভাই, বড় ভাই সবার নিউজফিড দুই তিনবার কইরা সফর করি। সবার বইয়ের কভার দেখি, মেলার ছবি দেখি, ভিডিও রিপোর্ট দেখি ‘মেলার মাঠ থেকে বলছি শিমুল সালাহউদ্দিন’!

এ ওরে ছোট করার-বড় করার যুদ্ধ দেখি।
মেলার গন্ধ লই।
কখনো কি ভাবছিলাম একদিন এইভাবে পরের নাকে গন্ধ নিতে হবে? এতো ব্যস্ততা কি আমি চাইছিলাম? নাকি চাইছিলামই আসলে?

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন