অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে রাত পৌনে একটার দিকে চারুকলা চত্বরে গিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সময় তিনি বলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সোমবার সকাল ১১টায় আলোচনায় বসা হবে এ বিষয়টির সমাধানের জন্য।