মরদেহ (ফাইল ছবি)

শনিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট গালর্স স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল গাংনী উপজেলার করমদি গ্রামের চেয়ারম্যানপাড়ার আকমল হোসেনের ছেলে।

আহতরা হলেন- গাংনী উপজেলার বাওট গোরস্থানপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে অন্তর হোসেন (১৪), শফিউল ইসলামের ছেলে সোহেব আলী (১৬) ও তার খালাতো ভাই জুনায়েদ হোসেন (১৮)। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাহাবুল ইসলাম ও ইউপি সদস্য নিয়ামত আলী জানান, সোয়েব, অন্তর ও জুনায়েদ মোটরাসাইকেলযোগে বাওটে আসছিলেন। এ সময় নসিমন দ্রুতগতিতে ওভারটেক করলে মোটরাসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরাসাইকেল আরোহী তিনজন ও নছিমন চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রবিউলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।