দর্পণ ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ওড়ার আগে এ ঘটনা ঘটে।  ফলে নেতানিয়াহু এবং তার সফরসঙ্গীদের বাড়তি একটি রাত সেখানে কাটাতে হয়।

নেতানিয়াহুকে বহনকারী বিমান বোয়িং ৭৭৭ ওড়ার আগে একটি পুশ ট্রাক্টর বা প্লেনকে ঠেলে নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় মধ্য রাতের পর এ ঘটনা ঘটেছে। অবশ্য, প্রকাশিত খবরে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেয়া হয়নি।

এ ঘটনার পর নেতানিয়াহু এবং তার সফরসঙ্গীদের পৃথক দু’টি হোটেলে ফিরিয়ে নেয়া হয়। নেতানিয়াহুকে ফিরিয়ে আনার জন্য ইসরাইল থেকে আরেকটি বিমান পোল্যান্ডে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যার আগে নেতানিয়াহু ইসরাইল ফিরতে পারবেন না।

আমেরিকার উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ইরানবিরোধী সম্মেলনে যোগ দেয়ার জন্য সেখানে গিয়েছিলেন নেতানিয়াহু।