দর্পণ ডেস্ক : ২০ বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল উপমহাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ভারতের কংগ্রেস। একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়ে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জানায়, আজ বুধবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচিত নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়।
খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। আর থারুর ভাগ্যে জুটেছে ১ হাজার ৭২ ভোট। সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন দলটির ৯ হাজাররের বেশি নেতাকর্মী। গান্ধী পরিবারের বাইরে ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।