দর্পণ ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর নেপোটিজম নিয়ে বেশ সরব হয়ে উঠে অনেক তারকা। তবে এই স্বজনপোষণ নিয়ে অনেক বছর ধরেই সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যুর কারণ হিসাবেও এই প্রথাকে দায়ী করে মুখ খুলেছেন তিনি।

সুশান্ত কাণ্ডের পর স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন তেলেগু অভিনেত্রী তাপসী পান্নুও। তিনিও বহিরাগত। তাই স্টার কিডদের বাড়বাড়ন্তে তারও যে বেশ কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে তা প্রকাশ্যেই বলেছেন তিনি। কিন্তু কোন ছবি, কোন স্টারকিড তা নিয়ে নীরব থেকেছেন তাপসী। আর এতেই চটেছেন কঙ্গনা এবং তার টিম।

বছর কয়েক আগে ‘নাম শাবানা’ ছবি মুক্তির সময়ে কঙ্গনার উদ্দেশে তাপসী একবার বলেছিলেন, ‘কাজ না পেলে সব সময় স্বজনপোষণকে দায়ী করা ঠিক নয়।’ সেই কথাই টেনে এনে কঙ্গনার বক্তব্য, তা হলে এখন সরব কেন তাপসী? তিনি লিখেছেন, ‘বহিরাগতদের যে আন্দোলন আমি শুরু করেছিলাম, অনেক বহিরাগতই তাতে বারেবারে বাধা দিয়েছে। আমাকে সরাসরি আক্রমণ করেছে। অপমান করেছে। ফলস্বরূপ তাদের ভাগ্যে জুটেছে ভাল ছবি, পুরস্কার। যে গাছ কঙ্গনা পুঁতেছিল তারই ফল খাচ্ছ তুমি, তাপসী, লজ্জা হওয়া দরকার।’

আর এরই পরিপ্রেক্ষিতে তাপসী কতগুলো ইংরেজি কোট শেয়ার করেন টুইটারে। যাতে লেখা, “অসুখী মানুষদের মতো ব্যবহার করো না। বরং তাদের আচরণ থেকে শিক্ষা নাও কী রকম আচরণ করা উচিত নয়।’ তার আরও বক্তব্য, ‘বিটার পিপল। ভগবান তাদের ভালবাসে। আমরাও ভালবাসি। ইতিবাচকতার মধ্যেও তারা নেতিবাচক দিক খুঁজে পান। ওদের জন্য প্রার্থনা করুন। আপনি কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বরং তাদের মানসিক বিকাশের জন্য প্রার্থনা করুন।’