অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে আওয়াজ উঠেছে প্লাস্টিক ব্যবহার ‘নিষিদ্ধ’ করার। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এবারের আলোচ্য বিষয় ছিল এই প্লাস্টিক বর্জনই।

ভারতের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই প্লাস্টিকের প্যাকেট ও এ ধরনের নানান জিনিস ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৩ জুন মহারাষ্ট্র সরকারও এই নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে গত মার্চে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল প্লাস্টিকের নানা জিনিস তৈরির ওপর।

পরিবেশ নিয়ে যখন উদ্বিগ্ন সারা বিশ্বের মানুষ, সেখানে এক অদ্ভুত টুইট করে সবার নজর কাড়লেন বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। মহারাষ্ট্রে প্লাস্টিক বন্ধ হওয়ার পরই পুনম এক টুইট বার্তায় বলেন, ‘যারা প্লাস্টিক সার্জারি করেছেন, তার যেন কোনো মতেই রাস্তায় না বের হন।’

এরপর দুদিন কাটতে না কাটতেই, আরেকটি অদ্ভুত টুইট করেন পুনম। যেখানে অভিনেত্রী ‘একটি সরল’ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তার প্রশ্ন? প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার আওতায় কি কনডমও পড়ে?

পুনমের এই টুইট বার্তার ফলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তার টুইটের উত্তরে কটাক্ষ করে কথা বলেছেন।