দর্পণ ডেস্ক : বলিউডের কাপুর ও ভাট পরিবারে এলো কাঙ্ক্ষিত সেই আনন্দের মুহূর্ত। অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই দম্পতি। রবিবার (৬ নভেম্বর) একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।
মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বেলা ১২টা ৫ মিনিটে রণবীর-আলিয়ার কন্যা পৃথিবীর আলো দেখেছে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। রণবীর-আলিয়ার পক্ষ থেকেও একটি অফিসিয়াল বিবৃতি দেয়া হয়েছে। সেখানে লেখা আছে, ‘আমাদের জীবনের সেরা খবর; আমাদের সন্তান এসেছে, কী জাদুকরী এক কন্যা! সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।’
রবিবার (৬ নভেম্বর) সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে রণবীর সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। এছাড়া দুই পরিবারের সদস্যরাও ছুটে আসেন হাসপাতালে। আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায়। জীবনের একটি সতেজ ঝিকিমিকি শিশিরবিন্দু।’ দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো। সূত্র: পিঙ্কভিলা

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.