সুর কৃষ্ণ

এ বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিকেল চেক-আপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেসার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে ওকে পলি ক্লিনিকে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে খানিকটা বেশি পান।

তিনি আরো বলেন, এর এক ঘন্টা পর থেকেই ওর প্রেসার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্ট উত্তীর্ণ করতে হয়। সেটা তিনি করতে পারেননি।

ভাঙা মন নিয়ে নিজের ইভেন্ট এর খেলা দেখা সুর কৃষ্ণ বলেন, ঘুম থেকে উঠে নাস্তা করে মেডিকেল টেস্ট যখন দেই, তখন কোন সমস্যা হয়নি আমার। অথচ প্রেসার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি আসলে আমাকে খেলার অনুমতি দেয়নি। অথচ এর কিছুক্ষণ পরেই আমার প্রেসার স্বাভাবিক হয়ে যায়। এখন ভাঙা মন নিয়ে আমার ইভেন্টের খেলা দেখছি। এটা দুর্ভাগ্য না তো কী? কোন নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভাল ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।

বাংলাদেশ বক্সিং টিমের অফিসিয়াল মাসুদ বলেন, দ্বিতীয়বারের মতো সুর কৃষ্ণ কমনওয়েলথ গেমস খেলতে এসেছিল। সাম্প্রতিক সময়ে ওর পারফরম্যান্স ভাল ছিল বলেই ওকে নিয়ে একটু আশা ছিল। তবে প্রেসার বেড়ে যাওয়ায় ওকে খেলতে দেয়া হয়নি।