দর্পণ ডেস্ক : শনিবার এবং রবিবার ‘উইকেন্ড কা ভার’-এর প্রতি এপিসোডে তাঁর পোশাক নিয়ে মজা করেন সলমন। জোটে উপহাসও। করণ এ বিষয়ে মুখ না খুললেও, এবার স্বামীর হয়ে মাঠে নামলেন কে বি-র স্ত্রী টিজে সিধু। বিগ বসের ঘরে কেন করণকে নিয়ে প্রায় সময় উপহাস করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন টি জে। এ বিষয়ে বিগ বস ১২-এর প্রযোজক সংস্থাকে একটি চিঠিও লেখেন তিনি।
সেখানে টি জে প্রশ্ন তোলেন, প্রতি সপ্তাহে করণবীরকে নিয়ে উপহাস করা হয়। করণ সবার সামনে সবকিছু হাসি মুখে মেনে নেন বলে এই নয় যে তিনি কষ্ট পান না। ‘কসৌটি জিন্দগি কি’ ‘নাগিন’, ‘সৌভাগ্যবতী ভব’-র মত একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে তাঁর মান সম্মান রয়েছে যথেষ্ঠ।
তাই প্রকাশ্যে করণবীরকে নিয়ে এমন উপহাসের মানে কী বলেও প্রশ্ন তোলেন কে বি-র স্ত্রী। এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাসও দেন টি জে।