করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২১০

করোনাভাইরাসে কাঁপছে চীনসহ পুরো বিশ্ব। বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। 

এদিকে, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে দু’শ ১০ মারা গেছেন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। 

নিহতদের বেশিরভাগই দেশটির রাজধানী তেহরান এবং কোম শহরের। কোম শহরেই প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়। পরে তা আশপাশের শহরে ছড়িয়ে পড়ে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন