দীপিকা পাড়ুকোন

ফরাসি কোম্পানি লুই ভিতোঁর সঙ্গে যুক্ত থাকায় প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা ছিল তার

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে চলতিসপ্তাহেই ফ্রান্সের রাজধানীতে যাওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। তবে আপাতত তার সেখানে অংশগ্রহণের বিষয়টি স্থগিত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণেই সিদ্ধান্ত বদল করেছেন দীপিকা। ফরাসি কোম্পানি লুই ভিতোঁর সঙ্গে যুক্ত থাকায় প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা ছিল তার। 

এক বিবৃতিতে দীপিকা নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, করোনাভাইরাস আতঙ্কে বদলে গেছে অভিনেতা বরুণ ধাওয়ান আর নাতাশা দালালের বিয়ের ভেন্যুও।