করোনাভাইরাস আক্রান্ত নাগরিকরা দেশে ফেরায় ট্রাম্পের যত রাগ!

মহামারী করোনাভাইরাস আক্রান্ত হলেও দেশগুলো নাগরিকদের ফিরিয়ে নিয়েছে নিজ নিজ দেশে। কিন্তু জাপান থেকে করোনাআক্রান্ত নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফেরানোয় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আজ শনিবার দ্য ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন। এই সপ্তাহে করোনাভাইরাস টেস্টে পজিটিভ ১৪ নাগরিককে জাপান থেকে ফেরত নেয়া হয় যুক্তরাষ্ট্রে। তাদের কোয়ারেন্টাইন করে রাখা হবে। 

প্রসঙ্গত, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনাভাইরাসে ৬০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। জাহাজটিতে মোট যাত্রী ছিল ৩ হাজার ৭০০ জন। যাদের ভাইরাস ধরা পড়েনি তাদের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল।  
বিডি প্রতিদিন/ফারজানা