দর্পণ ডেস্ক : ১৩ ডিসেম্বর (সোমবার) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে দুঃসংবাদ ক্যারিবীয় শিবিরে। করোনাভাইরাস পরীক্ষায় দলের তিন ক্রিকেটারসহ চারজনের আক্রান্তের খবর মিলেছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। পাকিস্তানের বিপক্ষে সমান ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডের সূচি রয়েছে সফরকারী উইন্ডিজের। পাকিস্তান সফরে গিয়ে ৩ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কাই। টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, গোটা সফরেই তাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমনিতেই পাকিস্তার সফরে পূর্ণ শক্তির দল পায়নি উইন্ডিজ। ব্যক্তিগত কারণে আগেই এই সফর থেকে নিজেদের সরিয়ে নেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, ব্যাটসম্যান এভিন লুইস, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেয়া হয়েছে। চোট থেকে সেরে না ওঠায় অধিনায়ক কাইরন পোলার্ড আছে দলের বাইরে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.