ছবি: চায়না ডেইলি থেকে সংগৃহীত

রোগীর এমন হাহাকারে কড়া নাড়ে ডাক্তারের মনও। হাসপাতালের বেডসহ উন্মুক্ত স্থানে সূর্যাস্ত দেখার একটি ছবি সামাজিক মাধ্যমে সম্প্রতি আলোড়ন তুলেছে। চায়না ডেইলি নামের একটি পত্রিকায় ছবিটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে।

ছবিতে দেখা গেছে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছেন। পরে জানা যায়, ছবিটি চীনের হুবেই প্রদেশের উহান বিশ্ববিদ্যালয়ের রেনমিন হাসপাতাল থেকে তোলা হয়েছে। একজন ৮৭ বছরের করোনা আক্রান্ত রোগীকে সূর্যাস্ত উপভোগ করাচ্ছেন তার চিকিৎসক লিউ কাই। রোগীকে সিটি স্ক্যান শেষে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে ফেরার পথে তিনি দেখেন সূর্য ডোবার সেই অপরূপ দৃশ্য। পরে তার রোগীকেও সেই দৃশ্য উপভোগের সুযোগ করে দেন লিউ।

লিউ জানান, ফেব্রুয়ারির ৯ তারিখে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাসের চিকিৎসায় তিনি এখন অনেকটাই সুস্থ। তবুও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 

তিনি বলেন, এতোটা দীর্ঘ সময় ধরে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন থাকায় শারীরিকভাবে সুস্থ হলেও অনেকটাই মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি।

নেটিজেনরা ছবিটিকে ‘হাহাকারের মাঝে একটি স্বতঃস্ফূর্ত দৃশ্য’ বলে আখ্যায়িত করেন।