করোনা আক্রান্তকে শনাক্ত করতে স্মার্ট হেলমেট!

মহামারী করোনাভাইরাস আজ রবিবার পর্যন্ত ৩ হাজার ৫৯৫ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছে ৪৯৮ জন। শুধু চীনেই মারা গেছে তিন হাজার ৯৭ জন যার বেশিরভাই হুবেই প্রদেশের বাসিন্দা। গত ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনাভাইরাস।

এদিকে, করোনা আক্রান্তকে শনাক্ত করতে বিশেষ হেলমেটের ব্যবহার শুরু করেছে চীনা পুলিশ। বিশেষভাবে নির্মিত এই হেলমেটটিকে বলা হচ্ছে স্মার্ট হেলমেট। চীনা প্রশাসনের দাবি, এই স্মার্ট হেলমেটের নজর এড়ানো মুশকিল। করোনা আক্রান্তকে ঠিক চিহ্নিত করে ফেলবে। প্রাণঘাতী করোনা নিয়ন্ত্রণে পুলিশ অফিসারদের হাতে এই স্মার্ট হেলমেট তুলে দিয়েছে চীনা প্রশাসন। এই হেলমেট পড়েই তাদের রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ