কিছুদিন আগে ভারতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর থেকেই আতংক শুরু হয়। অবশ্য এই ভাইরাসের ফলে আইপিএলে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। তবে পরিস্থিতির দিকে বেশ ভালোভাবেই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।
ভারতের জয়পুরে এক ব্যক্তির দেহে প্রথম করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি একজন ইতালীয় ট্যুরিস্ট। শনিবার প্রথমবারের পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ক্রমেই তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকায় দ্বিতীয় দফা পরীক্ষা করা হয়। তখনই ধরা পরে করোনা ভাইরাস। এরপর ভারতে মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গেছে।
এর মাঝেই চলতি মাসে (২৯ মার্চ) শুরু হচ্ছে আইপিএলের ১৩য়ম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ মে।
আসন্ন আইপিএলকে এযাবৎকালের সেরা আসর করতে চায় আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু এই মেগা ইভেন্টের আগে করোনা আতংক নিয়ে প্রশ্ন করা হলে কমিটির চেয়ারম্যান বলেন, ‘এখন পর্যন্ত আইপিএল নিয়ে ভয়ের কিছু দেখছি না। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।’