বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন চীনে যখন করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ করা হয় তখন আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জাতীয় প্রেসক্লাবের সামনে পর পর দুটি সমাবেশ করে সরকারকে কার্যকরি ব্যবস্হা নেওয়ার আহব্বান জানিয়েছিলাম কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে চরম ভুল করেছিলেন তা এখন দেশবাসী দেখছে ও খেসারত দিচ্ছে!
এম এ সামাদ বলেন বর্তমানে পুরো চিকিৎসা ব্যবস্হায় লেজে গোবরে অবস্থা এখন শুধু কোরনা নয় করোনার ভয়ে কোন রুগীই চিকিৎসা পাচ্ছেন না বিনা চিকিৎসায় প্রতিদিন রুগী মারা যাচ্ছেন! করোনা রুগীর ও সঠিক পরিসংখ্যান দিচ্ছে না সরকার এতে আর ও সমস্যা বাড়বে!
তিনি আরও বলেন অবিলম্বে সকল চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দেওয়া হোক এবং সকল হাসপাতালে যে কোন রুগীর চিকিৎসার ব্যবস্হা করা হউক।
এম এ সামাদ বলেন,অপর দিকে ঘরে বন্দী অবস্থায় শ্রমজীবী প্রায় ২ কোটি মানুষ আজ না খেয়ে মরার অবস্থা তারা ঘরে থাকতে চাচ্ছে না সরকার যে সাহায্যে দিচ্ছে তা অপ্রতুল ও বিতরনেও কোন শৃঙ্খলা নেই সরকার দলীয় লোকজন দিয়ে সাহায্য বিতরন করাই তাদের দলীয় লোকজনই পাচ্ছে সাধারণ মানুষ পাচ্ছে না যেখানে মানুষের জীবন মরন সমস্যা সেখানে খাদ্য বিতরনে দলীয়করণ করা উচিৎ নয় তাই আমারা দাবী করছি সর্ব দলীয় কমিটি গঠন করে সমন্বিত ভাবে সাহায্যে বন্টন করা হউক।
তিনি সরকারকে এই দুর্যোগ মুহুর্তে দলীয় দৃষ্টি ভংগীর উর্দ্ধে উঠে সকল দল ও মতের সমন্বয়ে কমিটি গঠন করে কার্যকরি ব্যবস্হা গ্রহনের আহব্বান জানান
তিনি বলেন তাহলেই সম্ভব হবে ক্ষয় ক্ষতি কমিয়ে করোনার মতো এই মহাদুর্যোগ মোকাবেলা করার।
তিনি দেশবাসীকে ধৈর্য ও সাহসিকতার সাথে করোনা মোকাবিলা করতে সরকারের ও স্বাস্হ্য বিভাগের নির্দেশনা পুরোপুরি মেনে চলার ও আহব্বান জানান