দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : আসন্ন ৩নং লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালুয়া ইউনিয়ন আওয়ামীলগের উদ্যেগে বুধবার বানাতি বাজার ইউনিয়ন পরিষদের হল রুমে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চান খাঁ, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন কলাপাড়া শহর আওয়ামীলগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ চেয়াম্যান আব্দুল মোতালেব তালুকদার, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল আলম, উপজেলা আওয়ামীলগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহম্মেদ, সাবকে সাধারন সম্পাদক ফজলুর রহমান সানু সিকদার, কেন্দ্রিয় কৃষকলীগের সহ দপ্তর সম্পাদক শানু মিরা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, মঞ্জুরুল ইসলাম, আব্দুল মান্নান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আঃলীগ নেতা ও খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহদাৎ হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফিরোজ সিকদার, উপজেলা যুবলীগ নেতা সাবেক ভিপি জিয়াউর রহমান, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা কৃষকলীগ সভাপতি আখতাউর রহমান হারুন, সাধারন সম্পাদক সৌরভ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতাা সোহাগ মোল্লা প্রমুখ। বর্ধিত সভায় বক্তরা সকল বিভেদ ভুলে গিয়ে আগামী ২৫ জুলাই আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনর মনোনিত চেয়ারম্যান প্রার্থী মীর তারিকুজ্জামান তারারাকে নৌকায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান জানান।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.