কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়ায় বিশিষ্ট সমাজসেবিকা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মুরসালিন আহমেদ ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য ইয়ামিন আহমেদ এর বোন টিয়াখালি নিবাসী মুন্নি বেগম এর নামাজে জানাজা রোববার (১৮ জুলাই) সকাল ১০টায় “শেখ হাসিনা” সড়কে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে।


মরহুমের নিজ বাড়ির সামনে পায়রা পোর্ট ফোরলেন সড়কের প্রধান সড়কে জানাজায় পটুয়াখালী -০৪ এর জাতীয় সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মহিব উপস্থিত পরিবারের সদস্য, শোকার্ত আত্মীয়-স্বজনসহ সমবেত সকলের উদেশ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য রাখেন। এছাড়া মরহুমের ভাই মুরসালিন আহমেদ সকলের কাছে তাঁর বোনের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করেন ও কারও কোন পাওনা থাকলে জানাজার পর পরই পরিশোধ করবেন বলে তার বক্তব্যে জানান।

জানায়জায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান মতি ভাই, পটুয়াখালী জেলা শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শিকদার, সদস্য টুটুল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবলীগ সাধারণ আব্দুস ছালাম বিশ্বাস, ছাত্রলীগ যুবলীগ, কৃষকলীগ সহ এলাকার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যবর্গ সবাই মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।