দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা আশংকাজনক হারে বাড়ছে। গত কয়েক দিনে পৌরশহরে প্রকাশ্য দিবালোকে ও রাতের আধাঁরে বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর সনাক্ত করে আটক করা যায়নি। পুলিশ বলছে কয়েক চোর কে আটক করা হয়েছে বাকীদের সনাক্ত করে আটক করা সহ চোরাই মালামাল উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে অজ্ঞাত চোরের দল পৌরশহরের এতিমখানা ৪ নং ওয়ার্ড, সমাজকল্যান রোডের অবসরপ্রাপ্ত পলøী উন্নয়ন কর্মকর্তা মো: ইসমাইল হাওলাদার এর বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা আট ভরি স্বর্নালংকার, একটি বিদেশী হাত ঘড়ি, একটি সিমফনি এন্ড্রয়েড মোবাইল সেটসহ নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পর মঙ্গলবার সকালে এসআই মো: আলমগীর এর নেতৃত্বে কলাপাড়া থানা পুলিশ, পৌরসভার সংশিøষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো: নাসির উদ্দীন সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় ১৭ জুলাই ৬৬৩ নম্বর সাধারন ডায়েরী করা হয়েছে। এর ক’দিন আগে একই এলাকার শাহজাদা ভেন্ডারের বাসগৃহের ভাড়াটিয়ার ফ্লাট থেকে প্রকাশ্য দিবালোকে একটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে সটকে পড়ার সময় স্থানীয়রা এক চোরকে আটক করে উত্তমমধ্যম দিয়ে কলাপাড়া পৌরসভা কর্তৃপÿের মাধ্যমে থানা পুলিশে হ¯Íান্তর করে। গত ০৬ মে গভীর রাতে কলাপাড়া পৌরসভা ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।  এছাড়া গত ৯ জুলাই প্রকাশ্য দিবালোকে একই এলাকার অধিবাসী আইনজীবি মো: গোফরান বিশ্বাস পলাশ’র বাসার ভাড়াটিয়া অলিম্পিক কোম্পানীর বিপনন কর্মকর্তা মো: সোহেল’র একটি ওয়ালটন এন্ড্রয়েড মোবাইল সেট সহ নগদ ১১ হাজার ৩’শ টাকা নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।  এ ঘটনায় কলাপাড়া থানায় ১১জুলাই ৪২৭ নম্বর জিডি দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন জানান, গত এক সপ্তাহে গরু চোর সহ কয়েক চোরকে আটক করা হয়েছে। এসকল চুরির ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারেও পুলিশ সক্রিয় রয়েছে।