দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে কলাপাড়ার নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ূন শিকদার। প্রধান বক্তা সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, আলগীর হোসেন, অ্যাডভোকেট মুকুল, মিজানুর রহমান টুটু, অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, গাজী মো: ফারুক, মুসা তাওহিদ নান্নু মুন্সী, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, অ্যাডভোকেট নাসির উদ্দিন, গাজী আক্কাস, কাজল তালুকদার, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বাদল মৃধা, ঢালী রুহুল আমিন অভি, বি,আর, এম কল্লোল, মতিন প্রমূখ। সভায় সঞ্চালক ছিলেন সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন আহমেদ রতন। সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক গ্রুপিং ভুৃলে ঐক্যবদ্ধভাবে উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের কমিটি গঠনসহ আগামীতে যেকোন আন্দোলনে রাজপথে থাকার ঘোষনা দেন উপস্থিত নেতাকর্মীরা।