দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশের কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরশহরে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক সমির কর্মকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জিএম মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, মো.জসিম উদ্দিন সোহেল প্রমূখ। সম্মেলনে নাসির তালুকদারকে পুনরায় সম্পাদক করা হয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।