দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
করোনাভাইরাসের সুদুর প্রসারী ভয়াবহতার বিষয় উপলব্ধি করে সাগরকন্যা কলাপাড়া উপজেলায় সারা বিশ্বে মহামারী হিসেবে ছড়িয়ে পড়া প্রকৃতিসৃষ্ট প্রাণঘাতী এ বিপদ হতে মানুষের জীবন রক্ষায় সরকারী প্রতিরোধমূলক নির্দেশনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে নানামুখী প্রশাসনিক কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব’র বরাত দিয়ে মাইকিং করে করোনা প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হতে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে। মাইকিং করার কয়েকদিন পূর্বেই তিনি করোনাভাইরাসের লক্ষন ও প্রতিকারে করণীয় সম্পর্কিত লিফলেট সমগ্র উপজেলায় বিতরণ করেছেন। এরপর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম’র বরাত দিয়ে চলেছে শহরে আরেক দফা মাইকিং। এতে বলা হয়েছে বুধবার থেকে বন্দর ব্যবসায়ী সমিতির নির্দেশে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। তবে মুদি, তরকারী, মাছ ও ঔষধের দোকান এ নির্দেশনার বাইরে জনস্বার্থে খোলা থাকবে।
জেলা ম্যাজিস্ট্রেট মতিউল ইসলাম চৌধুরীর বরাত দিয়ে শহর জুড়ে মাইকিং করে চলছে গন বিজ্ঞপ্তি ঘোষণা। এতে বলা হচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট মহামারির ঝুঁকি মোকাবেলায় বুধবার থেকে সকল ধরনের অভ্যন্তরীণ নৌযান, স্বল্প ও দুর পাল্লার গন পরিবহন এবং সকল প্রকার অটো রিক্সা, অটো বাইক, ইজিবাইক ইত্যাদি গন পরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হল। ২৪ মার্চ থেকে এ আদেশ কার্যকর করা হবে।
দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও কুয়াকাটা পর্যটন সমৃদ্ধ এলাকা কলাপাড়া উপজেলায় গত ৩ মাসে বিদেশ থেকে ৮ হাজার ৩৪৪ প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে থাকা ২ হাজার ৫৬৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা গেছে। সুস্থতার জন্য হোম কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন ৪০২ জন। বিদেশ ফেরত বাকী ৫ হাজার ৭৭৭ জনের অবস্থান সনাক্ত কওে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। এছাড়াও উন্নয়ন মহাযজ্ঞে পায়রা সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ কেদ্রে প্রায় সাড়ে তিন হাজার বিদেশী শ্রমিক-কর্মকর্তা কাজ করেন। যদিও তারা নিজ নিজ দেশের নির্দেশ অনুসারে ও বাংলাদেশ সরকারের নির্দেশিত সকল নিয়ম, নিরাপত্তা ও সতর্কতার আগে থেকেই মেনে চলার চেষ্টা করেন।
এছাড়া কলাপাড়ায় সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া, সুইডেন, মিশর, কাতার, ভারত, কুয়েত, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস থেকে ১৩৩ জন নাগরিক মার্চ মাস পর্যন্ত কলাপাড়ায় ফিরেছেন। তন্মধ্যে ৮৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার কথা প্রশাসন জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন বাকীদের অবস্থান সনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ।
তবে বিদেশ ফেরতরা স্থানীয় প্রশাসনের নির্দেশিত হোম কোয়ারেন্টাইন না মেনে বাড়ীর বাইরে অবাধে বিচরণ করায় জনমনে এদের নিয়ে ক্রমশ: আতংক ছড়িয়ে পড়ছে ।
জেলা প্রশাসকের কার্যালয়ে একটি করোনা সেল ও একটি করোনা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
কলাপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শফিকুল হক জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বুধবার থেকে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় সবমিলিয়ে ১৮ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮৯২ জন।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসেবে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এদিন আগেরদিনের চেয়ে ১৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৮২০ জন। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮০০ জন।
গত শনিবার ইতালিতে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।