গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী
কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) এর নির্বাচন শান্তিপূর্ণভাবে
সম্পন্ন হয়েছে। এতে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের রসায়ন বিভাগের
প্রভাষক মো. নকীব উদ্দিন সভাপতি এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হক সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব (খেপুপাড়া নেছারুদ্দিন ফাজিল
মাদ্রাসা), কোষাধ্যক্ষ মো. আবুল বাশার (লালুয়া এসকেজেবি মাধ্যমিক
বিদ্যালয়), পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন (নুর মোহাম্মদ মাধ্যমিক
বিদ্যালয়) ও মো. আবুল কালাম (ধানখালী ডিগ্রি কলেজ) বিনা প্রতিদ্বন্ধীতায়
নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খেপুপাড়া বালিকা মাধ্যমিক
বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ২৬৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার
প্রয়োগ করেন। এতে মো. নকীব উদ্দিন ১৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মো. মাঈনুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট । এ ছাড়া ১৭১ ভোট পেয়ে
সহ-সভাপতি নির্বাচিত হন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক মো. নুরুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রজপাড়া দ্বীন-ই-ইলাহী
দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন ৮২ ভোট পেয়েছেন।
কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুল হক প্রধান নির্বাচন কমিশনার
হিসেবে দায়িত্ব পালন করেন । সহকারী নির্বাচন কমিশনার ছিলেন খেপুপাড়া
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব শরীফ। নির্বাচন
পরবর্তিতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির
বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মো. ইউসুফ আলী’র
সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে কাল্ব’র নির্বাচন বন্ধে ৬ নভেম্বর কাল্ব’র সদস্য ও কলাপাড়া মহিলা
কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মাসুম বিল্ল্হা বাদী হয়ে বিজ্ঞ
কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত কেন এ
নির্বাচন বন্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হবেনা সে মর্মে আগামী তিন
দিনের মধ্যে বিবাদীদের কারন দর্শাতে বলেন। ধার্য তারিখে বিবাদীরা বর্ননা
দাখিলের পর শুনানী শেষে আদালত বাদীর মামলা খারিজ করে দেন।