দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জমি চাষাবাদ নিয়ে দুই পক্ষের সংঘাত থামাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন কৃষক বাদশা সিকদার (৬৫)। কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে আট টায় এ ঘটনা ঘটে। কলাপাড়া থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিহতের চাচাতো ভাই চান মিয়া গং বিরোধীয় জমিতে হালচাষ করছিল। এসময় তাঁদের আরেক চাচাতো ভাই জাহাঙ্গীর গং চাষাবাদে বাধা দেয়। এনিয়ে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। যা থামাতে যান বাদশা সিকদার। এসময় চান মিয়ার ভাই হারুন সিকদার বাদশা সিকদারকে কটুক্তি করে। গালাগাল দেয়। মনের ক্ষোভে আর কষ্টে তিনি সেখান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাদশা সিকদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কলাপাড়া হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরন করেছে। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল আহম্মেদ, কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি বলে থানা সুত্রে জানা গেছে।